১। যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য।
২। বীজ, সার, সেচযন্ত্র, কৃষি উন্নয়নের মূলমন্ত্র।
৩। কৃষকের মুখে হাসি, কৃষির বন্ধু বিএডিসি।
৪। বিএডিসি দেশ উন্নয়নে, কাজ করে রাতে-দিনে।
৫। এ বিশ্বাস মনেপ্রাণে সবার মাঝেই বয়, বিএডিসি’র কাজ-কর্ম সারা দেশেই হয়।
৬। বিএডিসি’র নিরলস প্রচেষ্টা, খাদ্যে স্বয়ংসম্পন্ন আজ দেশটা।
৭। বীজ, সার, সেচ, যত্ন, চারে মিলে হয় রত্ন।
৮। বিএডিসি’র লোগো আর বস্তা, চাষির রয়েছে গভীর আস্থা।
ক্ষুদ্রসেচ উইং:
১। পরিমিত সেচ দেই, অধিক ফসল ঘরে নেই।
২। প্রি-পেইড মিটার ব্যবহার করি, সেচের পানি সাশ্রয় করি।
৩। ভূপরিস্থ পানি ব্যবহার করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন।
৪। সেনিপা ব্যবহার করুন, সেচ খরচ সাশ্রয় করুন।
৫। কৃষি কাজে দরকার সময় মতো পানি, বিএডিসি সেচ দেয় আমরা সবাই জানি।
বীজ ও উদ্যান উইং:
১। বিএডিসি’র বীজ বপন করুন, অধিক ফসল ঘরে তুলুন।
২। দেশি ফলে বেশি বল।
৩। খাদ্য পুষ্টি স্বাস্থ্য চান, ডাল ফসলের চাষ বাড়ান।
৪। ফলমূলের চাষ বাড়ান, পূরণ হবে পুষ্টিমান।
৫। ভাল বীজে বেড়ে যায় ফসল উৎপাদন, আনন্দ-উল্লাসে ভাসে কৃষকের মন।
৬। ভাল বীজ উৎপাদনে দিব আমরা মন, ভাল বীজ সরবরাহ বিএডিসি’র পণ।
৭। বীজ যদি হয় গুণে-মানে, ফসল হবে টনে টনে।
৮। বিএডিসি’র বীজ দামে অল্প, চাষির মুখে সেই গল্প।
সার ব্যবস্থাপনা উইং:
১। বিএডিসি’র সার, গুণে-মানে পছন্দ সবার।
২। ফসল জেনে সার দিলে, ফলন পাবে বহুগুণে।
৩। রাসায়নিকের সাথে জৈব সার, ভাল ফসল নিশ্চিত তার।
৪। বিএডিসি’র ডিলার থেকে কিনলে সার, ভেজাল সারের ভয় থাকবে না আর।
৫। সুষম সার পড়বে যখন, মাটির স্বাস্থ্য বাড়বে তখন,
৬। সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন।
৭। সুষম সার ব্যবহারে, ফলন বাড়ে অধিক হারে।
৮। বিএডিসি’র সার ব্যবহারে, সব ফসলের ফলন বাড়ে।
৯। বিএডিসি’র নন-ইউরিয়া সার, গুণে-মানে তুলনা নেই যার।
সেচ সম্পর্কিত স্লোগান:
১। ভূপরিস্থ পানি ব্যবহার করুন, বিদ্যুৎ খরচ সাশ্রয় করুন।
২। সৌর পাম্প ব্যবহার করুন, সেচ খরচ সাশ্রয় করুন।
৩। শোনো শোনো চাষি ভাই, সময়মতো সেচ দেয়া চাই।
৪। সময়মতো বৃষ্টি নাই, সেচ দিলে সুফল পাই।
৫। বারিড পাইপ ব্যবহার করুন, পানির অপচয় রোধ করুন।
৬। রেইন ওয়াটার হার্ভেস্ট করুন, পানির চাহিদা পূরণ করুন।
৭। খাল খননে সহযোগিতা করুন, জলাবদ্ধতা দূর করুন।
৮। বিএডিসি’র অবদান, ডাগওয়েল আর আর্টিশিয়ান।
৯। খাল খননের অবদান, সেচ সমস্যার সমাধান।
১০। খালের পানিতে সেচকাজ, দুইপাশে সবুজ মাঠ।
১১। সেচ সুবিধার আধুনিকায়ন, নদীতে রাবার ড্যাম স্থাপন।
১২। ড্রিপ ইরিগেশন আর স্প্রিংকলার, সেচের পানির কম ব্যবহার।
১৩। পরিবেশে নজর দিন, পরিমিত সেচ দিন।
১৪। সঠিক সময়ে পরিমিত সেচ, ফলবে ফসল হাসবে দেশ।
বিএডিসি’র বার্তা:
১। খরা মোকাবেলায় সম্পূরক সেচের ব্যবস্থা নিশ্চিত করুন।
২। ফসলের প্রয়োজন অনুযায়ী সময়মতো সেচ দিন।
৩। বারিড পাইপ ব্যবহার করে সেচ দক্ষতা বাড়ান।
৪। ফিতা পাইপ ব্যবহার করে অধিক জমিতে সেচ দিন।
৫। সেচের কাজে খালের পানি ব্যবহার করুন।
৬। পরিমিত সেচ ফসলের ফলন কয়েকগুণ বাড়াতে পারে।
৭। ভাল বীজে ভাল ফসল।
৮। বিএডিসি’র বীজ কৃষকের আস্থার প্রতীক।
৯। সভ্যতার ভিত্তি কৃষি, কৃষির ভিত্তি বীজ।
১০। নিয়মিত “কৃষি সমাচার” পড়ুন, বিএডিসি সম্পর্কে জানুন।